ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:২৩ পিএম
রেললাইন। ফাইল ছবি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে রহিম উদ্দিন (৭০) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। ওই সময় ৭৬৮ ডাউন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে সান্তাহারগামী পথে তালোড়া স্টেশন অতিক্রম করছিল।

রহিম উদ্দিন তালোড়া ইউনিয়নের দেবখণ্ড চকগোপাল গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রহিম উদ্দিন তালোড়া বাজার থেকে রেললাইনের পাশ ধরে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। ট্রেনটি স্টেশনের পশ্চিম পাশে লয়ামেঘা নামক স্থানে পৌঁছালে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তালোড়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হযরত আলী বলেন, ট্রেনে কাটা পড়ে একজন ব্যক্তির মৃত্যুর সংবাদ তিনি শুনেছেন।

এদিকে, তালোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘রহিম উদ্দিন বাকপ্রতিবন্ধী ছিলেন। তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন—বিষয়টি আমি জেনেছি।’