বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহারকে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) দৈনিক রূপালী বাংলাদেশ–এর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই প্রতিবেদনে ডা. শামসুন্নাহারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরা হয়।
প্রতিবেদন তুলে ধরা হয়, একই দিন স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে ‘অন্যায় কমিটি’-র ব্যানারে একটি গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডা. শামসুন্নাহারকে বদলির আদেশ দেওয়া হয়। অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত আদেশপত্রে বলা হয়, আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করতে হবে।
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের এ আদেশ দ্রুত কার্যকর করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন