চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর-টেক সীমান্ত থেকে বিএসএফের ওই সদস্যকে আটক করেন স্থানীয়রা।
বিএসএফ সদস্যকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিএসএফের ওই সদস্যকে আটকে রেখে অনুপ্রবেশের কারণ জানতে চাচ্ছে গ্রামবাসী।
এ সময় বিএসএফ সদস্য বলেন, ‘আমি ভয় দেখাতে ঢুকেছি। তখন ঘটনাস্থলে উপস্থিত এক তরুণ বলে ওঠেন, তুই কি হিরো, দেখ আজকে তোকে কি অবস্থা করি।’
আটক গণেশ মূর্তি (৪৩) ভারতের নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য।
বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘গণেশ মূর্তি মদ্যপ অবস্থায় জোহুরপুর সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। সাতরশিয়া এলাকায় স্থানীয় গ্রামবাসী প্রথমে তাকে দেখতে পান এবং আটক করে কলাগাছের সঙ্গে বেঁধে রাখে। পরে বিজিবি সদস্যরা গিয়ে তাকে অস্ত্রসহ উদ্ধার করে।’
ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে বিএসএফ সদস্য গণেশ মূর্তিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি জানিয়েছে, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যের অনুপ্রবেশ এবং মদ্যপ অবস্থায় অস্ত্রসহ বাংলাদেশে ঢোকার ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন