চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ফেরিঘাটে গোসলে নেমে নিখোঁজ হওয়া কিশোর মোহাম্মদ সিফাতের (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় বাঁশবাড়িয়া সমুদ্র উপকূল থেকে ১৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টায় সিফাত সড়কের নির্মাণশ্রমিক তার বন্ধু মোবারককে নিয়ে বাঁশবাড়িয়া ফেরিঘাট ঘুরতে যান। এ সময় তারা দু’জন সমুদ্রে গোসল করতে নামেন।
সিফাত সাঁতরে সাগরে থাকা ফেরিতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তীব্র স্রোতের মুখে পড়ে সমুদ্রে তলিয়ে যান। এ তিনি ফেরিঘাটে থাকা লোকজনের কাছে সহায়তা চান। এ সময় উপস্থিত লোকজন সমুদ্রে তলিয়ে যাওয়া সিফাতকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তীব্র স্রোতের কারণে তারা ব্যর্থ হন।
পরে স্থানীয়রা বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে স্রোতের তীব্রতার কারণে তারাও সাগরে নিখোঁজ কিশোরকে খুঁজতে ব্যর্থ হন।
একপর্যায়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একদল ডুবরি দল শনিবার সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে পৌঁছান। তারা রাতভর নিখোঁজ কিশোরকে উদ্ধারে কার্যক্রম চালালেও তার খোঁজ মিলেনি। তবে সকাল থেকে ফের উদ্ধার কার্যক্রম শুরু করেন।
রোববার সকাল সাড়ে ১০টায় নিখোঁজ ওই কিশোরের মরদেহ বাঁশবাড়িয়া ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।