ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

চট্টগ্রামে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৫:২৪ পিএম
নিহত দুই জমজ ভাই আবির হোসেন ও আদিল হোসেন। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হরিদার ঘোনা পল্লনের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পল্লনের পাড়া গ্রামের আজিজুল হক মাঝির ৪ বছর বয়সি ছেলে আবির হোসেন ও আদিল হোসেন।

মৃত্যুর খবরটি স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদ চৌধুরী নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নিহতের চাচা এনামুল হক বলেন, আবির ও আদিল প্রতিদিনের মতো বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। উঠানে তাদের না দেখতে পেয়ে আমরা খোঁজাখুঁজি করতে শুরু করি। একপর্যায়ে তাদের পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।

এ সময় তাদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন বলেন, ‘এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।’