ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

চার দিন পরেও কথা বলতে পারছে না মানিক ও রাহাত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:১৫ এএম
হাসপাতালে ভর্তি মানিক-রাহাত। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে নির্মম গণপিটুনিতে আহত দুই কিশোর মানিক ও ফারহান তানভীর রাহাতের শারীরিক অবস্থার উন্নতি হয়নি চার দিনেও। তারা এখনো কথা বলতে পারছে না। তাদের মধ্যে মানিকের অবস্থা বেশি সংকটজনক- দেওয়া হয়েছে অক্সিজেন সাপোর্ট, চলছে বিভিন্ন শারীরিক পরীক্ষা।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ১১ নম্বর শয্যায় চিকিৎসাধীন মানিকের শরীর এখনো সাড়া দিচ্ছে না। তার মা রোজিনা আক্তার জানান, ‘গত শনিবার শেষবার ছেলের মুখে ‘মা’ ডাক শুনেছি। এরপর আর কোনো কথা বলেনি। চোখ খুললেও অচেতন অবস্থায় পড়ে থাকে। হাত-পা নড়াতে পারছে না।’ মানিকের বাঁ হাত ভেঙে গেছে, মাথায় গুরুতর আঘাত রয়েছে, পিঠ, বুকে ও পায়ে রয়েছে জখম।

মানিকের বোন আঁখি আক্তার জানান, ‘সোমবার সকালে হঠাৎ অবস্থার অবনতি ঘটে। হৃদস্পন্দন নিতে কষ্ট হচ্ছিল, দ্রুত অক্সিজেন দিতে হয়। আবার রক্ত দিতে হয়েছে।’ চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাসসহ নানা শারীরিক জটিলতা দেখা দিয়েছে। রেফার করা হচ্ছে অর্থোপেডিক ওয়ার্ডে।

অন্যদিকে চমেক হাসপাতালের পঞ্চম তলার ২৬ নম্বর ওয়ার্ডের ২৯ নম্বর শয্যায় চিকিৎসাধীন রাহাতের অবস্থাও আশঙ্কাজনক। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে রক্তজমাট। সোমবার সকালে হঠাৎ জ্বর আসে, ফুলে যায় পা। চিকিৎসকরা রক্তসহ একাধিক পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

তার মা রোজী আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ‘আজ সকালে দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে। ডান পা ফুলে গেছে। আমার স্বামী এই দুঃখে অসুস্থ হয়ে পড়েছে।’

গত ২২ আগস্ট ভোরে ফটিকছড়ির চেইঙ্গার সেতুর ওপর তিন কিশোরকে বেঁধে প্রায় ৪০ জন মিলে নির্মমভাবে পেটায়। ঘটনাস্থলেই মারা যায় ১৫ বছরের রিহান উদ্দিন মাহিন। মানিক ও রাহাতকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, তিন কিশোরের বিরুদ্ধে কোনো চুরির প্রমাণ ছিল না। বন্ধুত্ব ছিল তাদের মধ্যে। তবুও ‘চোর’ অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতন চালানো হয়।

ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত স্থানীয় জিয়াউল হক মাইজভান্ডারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন পলাতক। পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি।

রাহাতের মামা আনোয়ার হোসেন অভিযোগ করেন, ‘রাতভর মারধরের পরও পুলিশ আসেনি। সকাল সাড়ে ৭টায় ৯৯৯-এ ফোন করার পর পুলিশ আসে। এর আগেই পুলিশ এলে মাহিনের প্রাণ যেত না।’

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, ‘আসামিরা নিজেদের বাঁচাতে চুরির নাটক সাজিয়েছে। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এদিকে, ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। সংগঠনের নেতারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।