চট্টগ্রাম বন্দরে নিলামে কেনা প্রায় দেড় কোটি টাকার কাপড়ভর্তি দুটি কনটেইনার গায়েব হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুদকের একটি দল বন্দর চেয়ারম্যান, কাস্টম হাউসের কমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।
সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম থেকে ৮৫ লাখ টাকায় প্রায় ২৭ টন কাপড় কেনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। নিলামের আগে বন্দরের ইয়ার্ডে থাকা কনটেইনার পরিদর্শনও করেন তিনি। পরে মূল্য, শুল্ক ও বন্দরের চার্জসহ মোট এক কোটি ৭ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে পণ্য নিতে গেলে দিনভর খোঁজাখুঁজির পর জানানো হয় কনটেইনারটি নেই। সাত মাস ধরে তাদের কোটি টাকারও বেশি টাকা আটকে আছে।
অন্যদিকে, বিডার ইয়াকুব চৌধুরীর পার্টনার তপন সিংহও আরেকটি নিলামে কাপড় কিনে একই সমস্যার মুখে পড়েন। ৩৫ লাখ ৫১ হাজার টাকার দর হাঁকার পর এবং ৪২ লাখ টাকা জমা দেওয়ার পরও তিনি কনটেইনার খুঁজে পাননি।
দুদকের সহকারী কমিশনার সৈয়দ ইমরান বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে দুইজন বিডার নিলামে পণ্য কিনে সব চার্জ পরিশোধের পরও কনটেইনার পাননি। আমরা বিষয়টি খতিয়ে দেখতে এসেছি। বন্দর চেয়ারম্যান ও কাস্টম হাউস কমিশনারের সঙ্গে কথা হয়েছে। নিলাম শাখার কর্মকর্তাদের সঙ্গেও কথা বলব।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন