কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামি সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ জুলাই) ভোরে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে পুলিশদল কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ডবিচ রিসোর্ট নামের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, গত ৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদ হোসেনকে আটক করেন এসআই সঞ্জীব পালসহ তার টিম। পরে থানায় নেওয়ার সময় একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালিয়ে সাজ্জাদকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে এবং জড়িত সহযোগীদের বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সাজ্জাদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।