ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মাদক নিয়ে বিরোধ, রাতের আঁধারে বসতঘর লক্ষ্য করে গুলি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৫:১৪ পিএম
টেকনাফ থানা। ছবি- সংগৃহীত

মাদক সংক্রান্ত বিরোধের জেরে কক্সবাজারের টেকনাফে রাতের আঁধারে বসতঘর লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (১৩ জুলাই) মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী উলুচামারি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর সিসি ক‍্যামেরায় ধারণকৃত গুলি ছোড়ার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ‍্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা গেছে, কয়েকজন দুর্বৃত্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করে গুলি ছুড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হ্নীলা রঙ্গিখালীর ‘আবুল আলম বাহিনী’ ও তার ছেলে মো. আফ্রিদির সঙ্গে একই এলাকার আরেক ‘অস্ত্রধারী জালাল বাহিনী’র মধ্যে মাদক সংক্রান্ত বিরোধ রয়েছে। মূলত ওই ঘটনার জেরে রোববার রাতে মো. আফ্রিদির বসতঘরে জালাল বাহিনীর প্রধান জালালের নেতৃত্বে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ সময় একের পর এক গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘গত রোববার রাতে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী উলুচামারিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কে বা কারা গোলাগুলির ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত পাওয়া যায়নি। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়। বর্তমানে তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, মাদক লুটপাট, মাদক লেনদেন সংক্রান্ত বিরোধ নিয়ে ওই এলাকায় প্রায়ই ছোটখাটো ঘটনা ঘটে আসছে। তারই ধারাবাহিকতায় রোববারের ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা।