ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

কাপাসিয়ায় চার নারী ছিনতাইকারী গ্রেপ্তার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০১:১৭ পিএম
কাপাসিয়ায় চার নারী ছিনতাইকারী গ্রেপ্তার। ছবি- সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শিশুশিক্ষার্থীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার সময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, গত ২২ জুলাই কাপাসিয়ার টোক নয়নবাজার এলাকায় অবস্থিত অঙ্কুর কেজি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী আফরা (৫)-কে স্কুল থেকে নিয়ে যাচ্ছিলেন তার নানি নাসিমা বেগম (৫৫)। পথে একটি অটোরিকশায় অনুসরণ করতে থাকে ছিনতাইকারী চক্রের সদস্যরা। সুযোগ বুঝে তারা পথরোধ করে শিশুটির গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকেই দুই নারী ছিনতাইকারীকে আটক করা সম্ভব হয়। তবে তাদের সহযোগী আরও চারজন পালিয়ে যান। ঘটনার পরদিন আফরার নানি নাসিমা বেগম কাপাসিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

পরে তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মামলার এজাহারভুক্ত বাকি চারজনকে আটক করে কাপাসিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাইমা (২৫), পিতা- মৃত শহীদ, রেহেনা (৫০), পিতা- রুস্তম আলী, সনিয়া (১৮), পিতা-আনজব আলী, জুই (১৫), পিতা- শহিদ, গ্রাম-সর্বস্বাং গনি পাড়া, থানা- লাখাই, জেলা-হবিগঞ্জ। 

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, স্বর্ণের চেইন ছিনতাই মামলায় এজাহারভুক্ত চার নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পরে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গ্রেপ্তারকৃতদের গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।