গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির নাম অঙ্কিতা মনি দাস (৫)। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী ঋষিপাড়া এলাকার প্রবাস মনি দাসের মেয়ে। এখনো নিখোঁজ রয়েছে তন্ময় মনি দাস (৯)। সে একই এলাকার তাপস মনি দাসের ছেলে।
স্থানীয় বাসিন্দা, পরিবার এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈরের বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য ইঞ্জিনচালিত নৌকাযোগে চাপাইর সেতুর কাছে তুরাগ নদীতে একত্র হন পূজারীরা। সন্ধ্যা ৬টার দিকে নদীর পাড় ঘেঁষে থাকা দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি নৌকা ডুবে যায়।
নৌকায় থাকা প্রায় ১০-১২ জনের মধ্যে বেশিরভাগই সাঁতরে পাড়ে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতভর অভিযান চালায়। তবে নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি।
পরদিন শুক্রবার সকালে এলাকাবাসী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তুরাগ নদী থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে। পরে কালিয়াকৈর থানা পুলিশের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, নিখোঁজের একদিন পর অঙ্কিতা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ অপর শিশু তন্ময়কে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।