ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:৪৪ পিএম
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় পানিতে ডুবে আবু বকর সিদ্দিক (২ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আবু বকর সবার অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আবু বকর সিদ্দিক উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শামীম হোসেনের ছেলে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।