বাংলাদেশে নিযুক্ত ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মি. পাওন কুমার তুলসিদাস বাদে এবং দ্বিতীয় সেক্রেটারি মি. গৌরব কুমার আগারওয়াল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই সফরে তারা বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন।
পরিদর্শনকালে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
পরিদর্শন শেষে ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় বেনাপোল স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন জানান, ভারতীয় ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি ভারতে ফেরার পথে বেনাপোল বন্দর পরিদর্শন করেন এবং নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন। পরবর্তীতে তারা বেনাপোল ইমিগ্রেশন হয়ে পেট্রাপোল ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দেন।