ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

রেললাইনে দাঁড়িয়ে কথা বলছিলেন ব্যবসায়ী, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১১:১৫ পিএম
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মহসিন রহমানের মৃত্যু। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মহসিন রহমান (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বারোবাজার রেলগেটের অদূরে কাজি বাড়ির পাশে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

মহসিন রহমান কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ার মৃত নান্নু মন্সির ছেলে এবং মধুপুর বাজারের ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, মহসিন বারোবাজার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে তিনি রেললাইনের পাশে একটি দোকানে কেরাম খেলছিলেন। এ সময় ব্যক্তিগত মোবাইল ফোনে কল এলে তিনি রেললাইনের ওপর গিয়ে কথা বলতে থাকেন।

একপর্যায়ে দ্রুতগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহের অংশগুলো সংগ্রহ করে বস্তায় ভরে নিয়ে যান।

বারোবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর যশোর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি তারা দেখবেন।’