ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০১:২৭ পিএম
বিজিবির অভিযানে মাদকসহ দুইজন আটক। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ও মঙ্গলবার সকাল পর্যন্ত সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪ বোতল ভারতীয় মদ, ৩৯ বোতল ফেন্সিডিল এবং ৭০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

অভিযানকালে সীমান্ত পিলার ৬০/১০৫-আর এর কাছে মাইলবাড়িয়া এলাকা থেকে পাচার কাজে সহায়তাকারী মো. মোস্তফা মিয়া (৪২), সেজিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা, ৫ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।

অন্যদিকে, সীমান্ত পিলার ৬০/৭৪-আর এর কাছে কুমিল্লা পাড়া এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় যশোরের শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (২৫) কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।