খুলনার খানজাহান আলী থানাধীন আফিল গেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মহানন্দা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয় এবং খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলম খান বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে ডাউন মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক রেললাইনের ওপর উঠে গেলে সংঘর্ষ ঘটে।’
তিনি জানান, দুর্ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট তথ্য না থাকলেও তদন্ত চলছে। এদিকে রেলক্রসিংয়ের গেটম্যান ওহেদুল ঘটনার পর থেকে পলাতক।
খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, ‘আফিল গেট বাইপাস সড়কের রেলক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে সেটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঠিক সেই সময় মহানন্দা এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দেয়, ফলে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।’
তিনি আরও জানান, ট্রেনের যাত্রীদের মধ্যে অনেকে আহত হয়েছেন এবং একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত হয়নি।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস আফিলগেট ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।’
তিনি আরও জানান, রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে ছাড়বে।
দুর্ঘটনার কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। দুর্ঘটনা তদন্ত ও উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।