ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বৃষ্টিকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে ছুটে এলেন শি জিং ইউ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৫:২৯ পিএম
বৃষ্টি ও শি জিং ইউ। ছবি- সংগৃহীত

ফেসবুকের প্রেম বাস্তবে রূপ পেল আন্তর্জাতিক পরিসরে। প্রেমিকা বৃষ্টি খাতুনকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন শি জিং ইউ (২৮) নামের এক চীনা যুবক।

রোববার (২৪ আগস্ট) দুপুরে প্রেমিকা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে হাজির হন শি জিং ইউ। সেখানেই তিনি বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় সোহান আহাম্মেদ।

এর আগে শনিবার (২৩ আগস্ট) রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রোববার সকালে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর উত্তরপাড়ায় প্রেমিকা বৃষ্টির বাড়িতে যান তিনি।

জানা গেছে, ফেসবুকে পরিচয়ের সূত্রে বৃষ্টি খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শি জিং ইউ’র। দীর্ঘদিনের সেই প্রেমকে পরিণয়ে রূপ দিতে দেশ ছাড়েন তিনি।

চীনের হেনান প্রদেশের বাসিন্দা শি জিং ইউ। তার পিতার নাম শি লিং জাং এবং মাতার নাম জুয়ে চুন সুই।

প্রেমিকা বৃষ্টি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে।

বৃষ্টি খাতুনের দুলাভাই এনামুল হক জানান, ‘চীনা যুবক আদালতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শিগগিরই তাদের বিয়ে সম্পন্ন হবে।’

কুষ্টিয়া আদালতের আইনজীবীরা জানান, ‘প্রেমের টানে এক চীনা যুবক কুষ্টিয়ায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বিয়ে করতে যাচ্ছেন।’

আদালত প্রাঙ্গণে উপস্থিত চীনা যুবককে হাসিখুশি দেখা যায়, তবে তার সঙ্গে থাকা বৃষ্টির পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এই ঘটনা কুষ্টিয়াজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রেম, ধর্ম এবং সংস্কৃতির সব সীমা পেরিয়ে দুই হৃদয়ের মিলনে উদাহরণ হয়ে থাকছে এই বিয়ের গল্প।