ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে ফের আগুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১২:১০ এএম
পোড়া বাড়ি। ছবি- সংগৃহীত

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পরিত্যক্ত বাড়িতে আবারও আগুন দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক।

বুধবার (১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন দেওয়া বাড়িটি গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের দিনও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পাঁচতলা ভবনটির অবকাঠামোও আগের অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বুধবার বিকেলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়ে সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর ওই পরিত্যক্ত বাড়ির নিচতলায় আগুন লাগিয়ে দেয়।

বিক্ষুব্ধদের মধ্যে মেহেদী হাসান নামের একজন বলেন, ‘স্বৈরাচার ও তাদের দোসরদের বাড়িঘর ধ্বংস করা হবে। তাদের ফিরে আসা আমরা প্রতিহত করব। কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।’

ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনা নিয়ে লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল মোন্নাফ জানান, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি আগে পোড়ানো হয়েছিল, ফলে ভবনটির অধিকাংশই ক্ষতিগ্রস্ত। আজ আবার সেখানে আগুন দেওয়া হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।’

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ চলছে।