ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

তাড়াশে ১৫ কেউটে সাপ পিটিয়ে হত্যা

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১১:৩৯ পিএম
মেরে ফেলা কেউটে সাপগুলো। ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে ১৫টি কালো কেউটে সাপ পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। 

বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে এ ঘটনা ঘটে। সাপগুলোর মধ্যে চারটির দৈর্ঘ্য ৫ ফুটেরও বেশি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বাড়ির আঙিনা ও আশপাশে একসঙ্গে বহু সাপ দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে লাঠিসোটা হাতে নিয়ে গ্রামবাসী সাপগুলোকে পিটিয়ে মারেন। শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার কারণে তারা এই পদক্ষেপ নেন।

তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘যেকোনো বন্যপ্রাণী হত্যা আইনত নিষিদ্ধ। সাপগুলো জীবিত থাকলে আমরা উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিতাম।’

পরিবেশবিষয়ক সংগঠন ‘স্বাধীন জীবন’-এর পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাসিম বলেন, ‘সাপ মানুষের শত্রু নয়, এটি প্রকৃতির বন্ধু। সাপ আক্রমণ না করলে কাউকে কামড়ায় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনসচেতনতা জরুরি।’