ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

থানা চত্বরে বিএনপি-পুলিশের সংঘর্ষ, আহত ২৩

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১০:৫২ এএম
পাটগ্রাম থানা। ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই কর্মীকে আটক করে এক মাসের কারাদণ্ড দেয় উপজেলা প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশের ৮ সদস্য রয়েছেন।

বুধবার (২ জলাই) রাতে পাটগ্রামের অ-বাজার এলাকা থেকে বেলাল ও সোহেল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস জানান, তাদের কাছ থেকে ১ লাখেরও অধিক টাকার রিসিভ রিসিভ মানি উদ্ধার করা হয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের সাজা প্রদান করা হয়।

ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিএনপির একটি সূত্র দাবি করছেন, ‘অন্যায়ভাবে’ নেতাকর্মীদের গ্রেপ্তারের খবরে বিএনপির সমর্থকরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির দাবি, সংঘর্ষে দলটির কেন্দ্রীয় নেতা বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপলসহ প্রায় ১৫ জন আহত হন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, ‘থানায় হঠাৎ আক্রমণের ঘটনা ঘটলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা বেশকিছু সরঞ্জামাদি নষ্ট করে দেয়। এ সময় ৮ জন পুলিশ আহত হয়েছে বলে জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।