ঢাকা শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানের পণ্য পরিবহনের পরীক্ষামূলক যাত্রা শুরু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০১:১৫ পিএম
বুড়িমারী স্থলবন্দর। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ‘ট্রায়াল রান’ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে ভুটানে প্রবেশ করবে। আগামী ২৪ ঘন্টায় মধ্যে প্রায় ১৫ টন মালামাল বুড়িমারী স্থলবন্দরে পৌঁছবে। তা আগামীকাল বুধবাব আনুষ্ঠানিকতার শেষে দ্রুত ভুটানে পাঠাবেন স্থলবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বুড়িমারী স্থলবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষ করেছেন বুড়িমারী স্থল কর্তৃপক্ষ।

জানা গেছে, লালমনিহাটে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে আসা ১৫ টন পণ্য ভুটানে পাঠানোর সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ। বুড়িমারী স্থলবন্দরে কার্গো বাহি ট্রাকগুলো আসার মুহূর্তেই কার্যক্রম সম্পন্ন করে ভারত হয়ে ভুটানে পাঠাবেন কর্তৃপক্ষ।

এর আগে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের মধ্যেই ২২ থেকে ২৬ নভেম্বর-এই চার দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ১৫ টনের একটি চালান বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাওয়ার কথা রয়েছে।

এ দিকে ভুটান জানিয়েছে, প্রথম ট্রায়াল রানের জন্য থাইল্যান্ড থেকে আমদানিকৃত পণ্যের ১৫ টনের একটি চালান চট্টগ্রাম বন্দর বুড়িমারী স্থলবন্দর হয়ে ভুটানে কথা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ ভুটানের সাথে সুসম্পর্ক হলে বাংলাদেশের উন্নয়ন ঘটবে। পাশাপাশি বুড়িমারী স্থল বন্দর আরও গতিশীল হবে। এতে সব পেশার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

বুড়িমারী স্থল বন্দরের সিএনএফ ব্যবসায়ী ইবনে সুমন জানান, বাংলাদেশ ভুটানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেলে স্থলবন্দরের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

বুড়িমারী স্থলশুল্ক সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর থেকে চালানটি যথাসময়য়ে খালাস হলে, আগামী ২৪ ঘন্টা মধ্যে তা বুড়িমারী স্থলবন্দরে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তা ভুটানে পাঠানোর ব্যবস্থা করবে স্থলবন্দর কর্তৃপক্ষ।