মাদারীপুরে সংবাদ সম্মেলনে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ইমাম মুয়াজ্জিন সমাজকল্যাণ পরিষদ, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখা।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জেলা মডেল মসজিদের নিচতলায় প্রতিবাদ সভা করা হয়।
গত ৭ জুলাই মডেল মসজিদ উদ্বোধন ও ঈমাম, মুয়াজ্জিন, খাদেম ও নাইটগার্ড নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলনে জেলা সদর জামে মসজিদের ইমাম সম্পর্কে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন বাস মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কেএম তোফাজ্জেল হোসেন ছান্টু খান।
এ ছাড়া তিনি ডা. আলতাফ হোসেনের সাথে অশালীন আচরণ করেন। এর প্রতিবাদে ইসলামী দলগুলো প্রতিবাদ সভা করেছেন।
সভায় ছান্টু খানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেএম তোফাজ্জেল হোসেন ছান্টু খান, তিনি যদি ইমাম সাহেব ও ডা. আলতাফ হোসেনের কাছে প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।
এ ছাড়া ভূমিদস্যু লিটন মোল্লা গংদের মসজিদের জায়গা ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা আলী আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তাজুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম ইসলামী দলগুলোর নেতৃবৃন্দসহ অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লিগণ।
আপনার মতামত লিখুন :