ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

রাইস কুকারে রান্নার সময় কোলের শিশুসহ মায়ের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৯:৫০ এএম
প্রতীকী ছবি

মাগুরায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেতু খাতুন (৩০) নামে এক গৃহবধূ ও তার সাত মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৫ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু খাতুন ওই গ্রামের আওয়াল মোল্লার স্ত্রী। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সময় তার কোলে ছিল শিশু আনিশা, ফলে সেও সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

সেতুর স্বামীর ভগ্নিপতি মো. রিপন বিশ্বাস জানান, সকালে সেতু রাইস কুকারে ভাত রান্না করছিলেন। রান্নার সময় হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওই মুহূর্তে তার কোলে থাকা শিশু আনিশাও বিদ্যুতের সংস্পর্শে আসে।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, ‘সকাল ৯টার দিকে মা ও শিশুকে ইলেকট্রিক শকজনিত বার্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, আগেই তাদের মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ‘রান্নার সময় রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশু মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’