ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৩:১৫ পিএম
মুন্সীগঞ্জে রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাকক্ষে সরকারি হরগঙ্গা কলেজ ও মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে এ অনুষ্ঠান পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক টার্মিগাম সম্পাদক ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মুহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. রহমতুল্লাহ দেওয়ান, প্রচার সম্পাদক মো. শাহ আলম, কার্যনির্বাহী সদস্য মো. মাসুদ হাসান খান এবং সাংবাদিক রাসেল আহমেদ।

আলোচনায় বক্তারা দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতে পত্রিকাটির আরও উন্নত ও মানসম্মত সাংবাদিকতা উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়