৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
এর আগে শহীদ সাগর চত্বর থেকে বৃষ্টি উপেক্ষা করে একটি পদযাত্রা বের করে এনসিপি, যা টাউন হল মাঠে এসে সমাবেশে রূপ নেয়। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে এ কর্মসূচির আয়োজন করে দলটি।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘ময়মনসিংহে ৪১ জন শহীদ হয়েছেন—তাদের কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ দিনমজুর। এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন দেশ চাই। কিন্তু অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ব্রহ্মপুত্র নদ মেরে ফেলা হয়েছে। বিগত সরকার শুধু মানুষের নয়, নদীরও ক্ষতি করেছে। ময়মনসিংহবাসীকে সঙ্গে নিয়ে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই।’
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘৫ আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করব। এতে কোনো টালবাহানা সহ্য করা হবে না।’ নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দেন।
সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, কিন্তু দুঃখজনকভাবে এনসিপির নামেও কেউ কেউ চাঁদাবাজি করছে। আমাদের সেলফি তোলা কর্মী দরকার নেই। ইউনিয়ন পর্যায়ে সংগঠন গড়ে তুলতে হবে, মানুষকে বোঝাতে হবে কেন এনসিপি দরকার।’
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘ময়মনসিংহে অসংখ্য শহীদের রক্ত ঝরেছে, অথচ প্রশাসন তাদের পরিবারের কোনো খোঁজ নিচ্ছে না। তারা ব্যস্ত তেলবাজ ও চাঁদাবাজদের নিয়ে। যদি শহীদের পরিবারের কেউ আপনার চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকতে হয়, তবে সে চেয়ার আর থাকবে না।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যে-কেউ শহীদ ও আহত পরিবারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রবিন প্রমুখ।
‘জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি, ময়মনসিংহ’-এর প্রধান বাস্তবায়নকারী ছিলেন মো. ইকরাম এলাহী খান। সহ-বাস্তবায়নকারীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, মাহমুদুল হাসান সোহেল মোজাম্মেল, ফুয়াদ খানসহ এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।
এদিকে পদযাত্রা ও সমাবেশ ঘিরে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর গুরুত্বপূর্ণ মোড় এবং ভবনের ছাদে অবস্থান নেন পুলিশ সদস্যরা।

 
                            -20250728195145.jpg) 
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন