ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদা পারভীনের স্মরণানুষ্ঠানে চুল কেটে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৮:৫১ এএম
ফরিদা পারভীনের স্মরণ অনুষ্ঠানে চুল কেটে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের পারে লালন কন্যা ফরিদা পারভীনের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে পরম্পরা নামে একটি সাংস্কৃতিক সংগঠন।

স্মরণ অনুষ্ঠানে সারা দেশে মাজার ভাঙচুর, ফকির ও আত্মভোলা মানুষদের জোর করে চুল কেটে দেওয়ারও প্রতিবাদ জানান সংস্কৃতিকর্মীরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে স্মরণ সভাটি শুরু হয়ে চলে সকাল ১০টা পর্যন্ত। 

ব্রহ্মপুত্র নদ পাড়ের বড়ইতলায় চলে আয়োজন। বড়ই গাছের নিচে সাদা কাপড় পেতে তাতে গাইছে শিল্পীরা। চারদিকে ঘিরে দেখেন দর্শকেরা। ফরিদা পারভীন গত ১৩ সেপ্টেম্বর মারা যান। তিনি লালনগীতির জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। তাকে-লালনকন্যা ও লালন সম্রাজ্ঞী হিসেবেও অভিহিত করা হয়। 

জয়নুল আবেদিন উদ্যানে সকালে হাঁটতে এসে গান শুনতে বসেন গবেষক স্বপন ধর।

তিনি বলেন, লালন মানব মানবতাবাদ ছড়িয়ে গেছেন। মানুষ যদি জন্ম না নিত তাহলে পৃথিবীর সবটাই বিফলে যেত। আগে মানুষ জন্ম নিয়েছে তারপর নানা মতভেদ হয়েছে। যতবার যত ধরনের সংকীর্ণ চিন্তাধারা এসেছে সমস্তকে জোয়ারের জলের মতো ভাসিয়ে নিয়ে গেছে মানবতাবাদ।

সম্প্রতি ভাইরাল হওয়া ময়মনসিংহের তারাকান্দার হালিম উদ্দিন আকন্দকে যেভাবে কয়েকজন লোকে ধরে জোর করে চুল কেটে দেয় সেরকমভাবে প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজক শামীম আশরাফের চুলও কেটে দেওয়া হয়। 

শামীম আশরাফ বলেন, লালন কন্যা ফরিদা পারভীনের মহাপ্রয়ানে দেশে কোনো আয়োজন আমরা দেখিনি। ফরিদা পারভীনকে স্মরণ করে আমরা ছোট একটি আয়োজনের চেষ্টা করেছি৷