ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে গ্যাস লাইনে আগুন ধরে যায়। পরে গ্যাস লাইনের আগুনে ১৪ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় রফিক উল্লাহ (২৫) নামে এক যুবক দগ্ধ হয়ে মারা যান।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকার তোফাজ্জলের ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক উল্লাহ জেলার হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি ভাড়া বাসায় থেকে ‘ক্রাউন’ নামে একটি কারখানায় চাকরি করতেন।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘সকাল ৯টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে গ্যাসের রাইজারের ওপর আগুন ধরে যায়। মুহূর্তেই চারদিকে ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।’
আতিকুর রহমান আরও বলেন, ‘খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই রফিক উল্লাহ নিহত হন। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অগ্নিকাণ্ডে ১৮টি ঘরের মধ্যে ১৪টি সেমি-পাকা ঘর পুড়ে যায়। এতে ৪ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয় এবং ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন