ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

কাচঁপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১০:০০ এএম
কাঁচপুর সেতু। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম রাকিব (৩৫)। অপর জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। 

হাইওয়ে পুলিশের শিমরাইলের ইনচার্জ ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ‘ভোরে কাঁচপুর ব্রিজের ওপরে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেটিকে সরানোর জন্য ট্রাক চালক আরেকটি ট্রাকের সাহায্যে সড়াতে গেলে ঢাকামুখি লেনের সড়ক বিভাজনের সঙ্গে আটকে যায়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ট্রাকগুলো আটকে যাওয়ায় তারা অন্যান্য পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছিল। পরে শিমরাইলের সাজেদা হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানে যাওয়ার সময় চট্টগ্রামমুখি লেনে অজ্ঞাত পরিবহনের চাপায় দুজন নিহত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুজন ওই ট্রাকেরই চালক।’