ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নলডাঙ্গায় মার্কিন প্রতিনিধি দলের হালতিবিল পরিদর্শন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৫:৪০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে নাটোরে কৃষি কার্যক্রম পরিদর্শন করেন। নলডাঙ্গা উপজেলার হালতিবিলের ব্লকের বিভিন্ন কৃষিজমি ও ফসল পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে মার্কিন প্রতিনিধি দলের প্রধান মিস সারাহ জেলেস্কি ও মার্কিন দূতাবাস কর্মকর্তা তানভীর আহমেদ হালতিবিলের কৃষকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে মিস সারাহ জেলেস্কি কৃষকদের সাথে নিয়ে চাষাবাদ করা বিভিন্ন ফসল পরির্দশন করেন। এ সময় তিনি কৃষি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষিতে বাংলাদেশ আরো অনেক এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন,কৃষি সম্প্রসারন অফিসার সাজ্জাদ হোসেন,বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাইদুল ইসলাম, খোকন হোসেন, সোহেল রানা, শামিম হোসেন, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।