নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে শনিবার রাতে পাল্টাপাল্টি হামলায় এক সাবেক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ।
পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) রাতে বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে দোজাহানের সমর্থকেরা প্রতিপক্ষের বাড়িতে পাল্টা হামলা চালায়, যাতে চারজন আহত হন।
নিহতদের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত অন্য চার জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, এটি পূর্বশত্রুতার জেরে সংঘটিত হত্যাকাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।