রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে কাপড় রাখার ওয়ারড্রবের ভেতর থেকে তানিয়া আক্তার ওরফে বুলু (৩০) নামে এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পতিতাপল্লীর সরোয়ার মন্ডলের ভাড়া বাড়ির দোতলার একটি কক্ষে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। কক্ষটির পশ্চিম কোনায় সিঁড়ির পাশের রুমের ওয়ারড্রবের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়।
নিহত তানিয়া আক্তার বরিশালের রায়পুরা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের সময় তানিয়ার গলায় মোবাইল চার্জারের কেবল প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি টাচস্ক্রিন মোবাইল, চার্জার, চার্জারের কেবল এবং একটি সিগারেটের অ্যাশট্রে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে তা ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও অপরাধীর শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন