ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শেরপুর সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০২:৪৫ পিএম
নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে পানিহাতা সীমান্তের ১১১৮ নম্বর পিলারের কাছ থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের আটক করে।

আটককৃতরা হলো- সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন (২৯), মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী (২৩), মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা বেগম (৫০), মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু (৪৫), আলম আমীনের ছেলে কাজল (২৪), জামালের স্ত্রী ফাতেমা (২১), আল আমীনের সাত বছর বয়সী ছেলে আদিল, সাত মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের তিন বছর বয়সী কন্যা লামিয়া ও অপর কন্যাশিশু রাবিয়া। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে অবৈধ পথে ভারতের দিল্লির ফরিদাবাদে আমজাদ আলী চিকিৎসার জন্য ভারতে যায়। পরে জামাল সেখানে মারা গেলে বাকীরা সেখানেই রয়ে যান এবং শ্রমিকের কাজ করেন। সম্প্রতি স্থানীয় লোকজন ভারতীয় পুলিশের হাতে তাদের ধরিয়ে দেয়। পরে ভারতীয় পুলিশ বিএসএফ এর হাতে হস্তান্তর করলে শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তপথে তাদের পুশইন করে।

এদিকে আটককৃতদের দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান ও নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।