শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতে পাচারের সময় ৬৩ কেজি বাংলাদেশি শিং মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ জুলাই) রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নয়াবিল ইউনিয়নের বারোমারী বিওপির একটি টহল দল দুপুরে দাওধারা সীমান্ত এলাকায় অভিযান চালায়।
অভিযানে জানা যায়, চোরাকারবারীরা সীমান্তপথে অভিনব কৌশলে শিং মাছ ভারতে পাচারের চেষ্টা করছে। তাৎক্ষণিক অভিযানে বিজিবি সদস্যরা ৬৩ কেজি শিং মাছ জব্দ করতে সক্ষম হন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
জব্দ করা মাছ পচনশীল হওয়ায় স্থানীয় বাজারমূল্য যাচাই করে ১২ হাজার ৬০০ টাকায় নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। বিক্রিত অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন :