সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র উৎমাছড়া থেকে লুট হওয়া প্রায় দুই লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেসনোটে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অসাধু চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পাথর পাচার ব্যর্থ হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই এলাকায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। অভিযানে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী অংশ নেয়।
বিজিবি জানায়, উদ্ধার করা পাথরের সঠিক পরিমাপ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন।



