সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় র্যাবের বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ইয়াবাসহ নয়ন (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৯-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
র্যাব জানায়, নয়নকে কাষ্টঘরের সুইপার কলোনীর পুরাতন ভবনের গেটের সামনে অবস্থানকালে আটক করা হয়। তার কাছ থেকে ১৬টি পলিজিপার প্যাকেটে মোট ৩ হাজার ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
নয়ন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে রেখেছিল।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং নয়নকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব বলেন, ‘নয়নের বয়স কম হওয়ায় আদালতের নির্দেশে তাকে বাগবাড়ি সংশোধন কেন্দ্রে পাঠানো হতে পারে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন