ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

জাপানে ১ লাখ কর্মীর চাহিদা, দক্ষ জনশক্তি গড়ার তাগিদ অর্থসচিবের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৮:০০ পিএম
জাপানে ১ লাখ চাকরির সুযোগ, দক্ষ শ্রমিক তৈরির তাগিদ দিয়েছেন অর্থসচিব। ছবি- সংগৃহীত

জাপানে বর্তমানে এক লাখ শ্রমিকের চাহিদা রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে দক্ষ কর্মী তৈরি করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। 

সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কার্যালয়ে একটি প্রকল্প চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থসচিব জানান, কেয়ার গিভার পেশায় ফিলিপাইন ও তাইওয়ান অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু ভাষাগত প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশি কর্মীরা পিছিয়ে আছে। এ সমস্যা কাটিয়ে দক্ষতা অর্জন করতে পারলে বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ চাহিদাও পূরণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে পিকেএসএফ কর্মকর্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে উন্নত দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা আরও বাড়বে। এ চাহিদা মেটাতে প্রযুক্তি ও প্রশিক্ষণের মানোন্নয়ন প্রয়োজন। এ লক্ষ্যেই কাজ করছে পিকেএসএফ। ইতোমধ্যে প্রশিক্ষকদের আন্তর্জাতিক মানে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে তিন বছর মেয়াদি একটি প্রকল্প নেওয়া হয়েছে। ৬২ দশমিক ৭৮ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মাধ্যমে ১২ হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৩০ শতাংশ হবেন নারী, পাশাপাশি অগ্রাধিকার দেওয়া হবে নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসা তরুণদের।