বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে গেছে। ওপেক প্লাস সেপ্টেম্বরে তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দেওয়ার পর সোমবার (৪ আগস্ট) এই দাম হ্রাস পায় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১৮ সেন্ট বা ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৯.৪৯ ডলারে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ১২ সেন্ট বা ০.১৮ শতাংশ কমে হয় ৬৭.২১ ডলার।
এর আগে শুক্রবার উভয় তেলের দামই প্রায় ২ ডলার করে কমেছিল।
রোববার (৩ আগস্ট) ওপেক প্লাস জানায়, তারা সেপ্টেম্বরে প্রতিদিন অতিরিক্ত ৫.৪৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে। এর ফলে করোনাকালীন উৎপাদন কাটছাঁট সম্পূর্ণভাবে প্রত্যাহার করে আনা হবে।
সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীল অগ্রগতি এবং মজুত কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্লেষকদের মতে, আগের উৎপাদন হ্রাস এবং এই নতুন বৃদ্ধির সম্মিলিত প্রভাব বিশ্ববাজারে প্রতিদিন গড়ে প্রায় ২৫ লাখ ব্যারেল বাড়তি তেল সরবরাহ করবে, যা বৈশ্বিক চাহিদার প্রায় ২.৪ শতাংশ।
আপনার মতামত লিখুন :