আন্দোলন চলাকালে ক্যাম্পাস সাংবাদিকেরা মেইনস্ট্রিম মিডিয়াগুলোর সাথে সেতুবন্ধন করতে সহায়তা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।
শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নতুন নেতৃত্ব এবং সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিটি সদস্য একই সাথে সাংবাদিক এবং শিক্ষার্থী হিসেবে দায়িত্ব পালন করেছে। আন্দোলন চলাকালে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তখন সাংবাদিক সমিতির সদস্যদের মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পেরেছি এবং জানিয়েছি। মেইনস্ট্রিম মিডিয়াগুলোর সাথে সেতুবন্ধন করেছিল এই ক্যাম্পাস সাংবাদিকেরা। সাংবাদিকতার বাইরে গিয়েও তারা আহত শিক্ষার্থীদের সহায়তা করে মানবাবিক কাজে অংশ নিয়েছে।’
নাহিদ আরও বলেন, ‘সারাদেশে ফ্যাসিবাদ থাকলেও সাংবাদিক সমিতি মুক্ত অঞ্চল হিসেবে ছিল। রাজনৈতিক মতাদর্শের বাইরে সত্য প্রকাশ করার মাধ্যমে সব আন্দোলনেই উল্লেখযোগ্য ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ সকল সাংবাদিকদের। আর জুলাই অভ্যুত্থানে তারা সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছে বলেই আন্দোলন সফলতা পেয়েছে।’
এসময় আন্দোলনকারীদের পক্ষ থেকে, অন্তরবর্তীকালীন সরকার এবং দেশের জনগণের পক্ষ থেকে নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং অন্যান্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031183405.webp) 
        
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন