বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৫-২০২৬ কার্যকালের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে মজলিসে শূরার সদস্য নির্বাচন, শপথ এবং ২৫ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠন সম্পন্ন হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) রাত ৮টায় আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত মহানগরী মজলিসে শূরার ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য মো.আব্দুর রব। অধিবেশনের শুরুতে নির্বাচিত,মনোনিত শূরা সদস্যগণ শপথ গ্রহণ করেন। শপথ পড়ান মহানগরী আমীর।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের পুননির্বাচিত আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনা করেন।
মজলিসে শূরার সদস্যদের সাথে পরামর্শ করে মোহাম্মদ সেলিম উদ্দিন ২০২৫-২০২৬ সেশনের জন্য সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে নায়েবে আমীর ও ড. মুহাম্মদ রেজাউল করিমকে সেক্রেটারি এবং মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা ও ডা.ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাতকে সহকারী সেক্রেটারী করে ২৫ সদস্য বিশিষ্ট মহানগরীর কর্মপরিষদ সদস্যের নাম ঘোষণা করেন।মহিলাদের নিয়ে পৃথক মহিলা বিভাগীয় মজলিসে শূরা এবং মহানগরী মহিলা কর্মপরিষদ গঠন হয়েছে।
আপনার মতামত লিখুন :