রাজধানীর উত্তরায় ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৫-এর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ক্লাবে শপথ নিয়েছেন নবনির্বাচিত সভাপতি জহির রায়হান ও কার্যনির্বাহী সদস্যরা।
এসময় পূর্বের কমিটির সদস্য উপস্থিত ছিলেন। শপথগ্রহণের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে গত ১৩ ডিসেম্বর ২০২৪-২৫ ঢাকা রয়েল ক্লাব লি.-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়ে জয়লাভ করেন ব্যবসায়ী জহির রায়হান। সদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী জহির রায়হান তার যোগ্য নেতৃত্বে ঢাকা রয়েল ক্লাবের ভাবমূর্তি দিনে দিনে উজ্জ্বল করবেন বলে আশা সংশ্লিষ্ঠদের।
ঢাকা রয়েল ক্লাব লি. উত্তরা ১৩ নম্বর সেক্টরে অবস্থিত। ক্লাবের প্রায় ৬০০ জন ভোটার রয়েছেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন