রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক বছরের শিশু আয়েশা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান সোমবার রাতে আয়েশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার (১১ জুলাই) ভোরে সূত্রাপুর থেকে একই পরিবারের পাঁচজন-মা, বাবা ও তাদের তিন সন্তান গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে ইনস্টিটিউটে ভর্তি হন। দগ্ধ অবস্থায় শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ পুড়ে যায়, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, একই ঘটনায় আয়েশার বাবা রিপন দগ্ধ হয়েছেন ৬০ শতাংশ, মা চাঁদনী ৪৫ শতাংশ, সন্তান রোকন ৬০ শতাংশ এবং তামিম ৪২ শতাংশ। দগ্ধদের সবাইকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন সাংবাদিকদের জানান, আমার ভাগিনা পেশায় ভ্যানচালক। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আমরা ধারণা করছি, গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আয়েশাকে আর বাঁচানো গেল না। বাকিদের অবস্থাও সংকটাপন্ন।
দগ্ধ পরিবারটিকে শুরু থেকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় তাদের সুস্থ করে তোলা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :