রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে চাপা পড়ে আতিকুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জানা যায়, আতিকুর রহমান মুন্সীগঞ্জ সদরের উত্তর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বুধবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে তাসিন আহমেদ বলেন, আমার বাবা কমলাপুরের রেলওয়ে স্ট্রেশনের এস এস ফিডার হিসেবে কর্মরত ছিলেন। আজ সকালে বাবা তার কর্মস্থলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।