ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০২:১১ পিএম
আগুন লাগার একটি স্থিরচিত্র। ছবি- সংগৃহীত

রাজধানীর মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে মিরপুর সাড়ে ১১ মেইন রোডের কাছে সিটি মাঠের পাশে অবস্থিত ওই স্কুলে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, স্কুলটির জেনারেটর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। 

আগুন লাগার পর পাঁচতলা ভবনটির পুরোটাই ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। ঘটনার পরপরই সব শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।