ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

চুরির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৩:১৬ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার শাপলা চত্বরে নির্মাণাধীন ভবনে মোবাইল চুরি করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। 

বুধবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. কাকন মিয়া জানান, আজ দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করি। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এস আই আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি, ওই যুবকটি ডেমরার শাপলা চত্বর এলাকার একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরির উদ্দেশ্যে গিয়েছিল।

পরে সেখানে গণধোলাইয়ে গুরুতর আহত হয় ওই যুবক। আমরা এখনো ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।