রাজধানীর কলাবাগান এলাকায় এক বাসার ফ্রিজ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কলাবাগান ফাস্ট লেনের ছয় তলার একটি ফ্ল্যাটের ফ্রিজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, লন্ডন কলেজের পাশের ওই ভবনে এ ঘটনা ঘটেছে। বাসায় নিহত নারী ও তার স্বামী দুই সন্তানসহ থাকতেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় তদন্ত কাজ চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
নিহতের পরিচয় বা মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন