রাজধানীর গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাতে দূতাবাসের সামনের সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গুলশান থানা পুলিশ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা সেখানে অবস্থান নিয়েছে।
পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মাসুদ আলম বলেন, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে সরেজমিনে দেখা যায়, গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সিটিটিসির সদস্যসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করছেন।
একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দলসহ সিনিয়র কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন