২০ মাস পর আবারও ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এর আগে ২০২৩ সালের আগস্ট মাসে দেশের রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘অর্থপাচার কমে যাওয়ার কারণে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। রপ্তানিতেও উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে। ফলে ডলারের দরও আছে স্থিতিশীল।’
তিনি জানান, ২০২৩ সালের আগস্ট মাসে দেশের রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এরপর আর ২২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেনি। আজ রিজার্ভ পৌঁছেছে ২২ দশমিক ৪ বিলিয়ন ডলারে। বাংলাদেশের অর্থনীতির জন্য এটা সুখবর।
২০২২ সালের আগস্ট মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল। সেখান থেকে হ্রাস পেতে পেতে জুলাই ২০২৪ সালে সরকার পতনের আগে ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমেছিল।
তবে কেন্দ্রীয় ব্যাংক সরকার পতনের পর রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না। বরং বাজার থেকে ডলার কেনা হচ্ছে। যদিও এর মধ্যে বিভিন্ন দায় পরিশোধ করা হয়েছে। তবু রিজার্ভ বাড়ছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন