ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৩–২০২৪ বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে রূপালী ব্যাংক পিএলসি ও সোনালী ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রূপালী ব্যাংক পিএলসি’র পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
এ সময় চিফ ইনোভেশন অফিসার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তরসমূহের প্রধানগণসহ উদ্ভাবন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপালী ব্যাংকের এই অর্জন ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ ও উদ্ভাবনী ধারাকে আরও এগিয়ে নিতে উৎসাহ যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন