জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গণিপুর দাখিল মাদ্রাসার ২৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত ফলাফলে এমন চিত্র উঠে আসে, যা অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর আক্কেলপুর উপজেলার ১০টি মাদ্রাসা থেকে মোট ২৭৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে ২৯.৯৩ শতাংশ। তবে গণিপুর দাখিল মাদ্রাসার ২৪ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হয়নি।
এমন ব্যতিক্রমী ও হতাশাজনক ফলাফলের ব্যাখ্যা দিতে না পেরে মাদ্রাসার সুপার হাবিবুর রহমান বলেন, ‘এ ধরনের ফল আগে কখনো হয়নি। কী কারণে সবাই ফেল করেছে তা আমার জানা নেই। বিষয়টি আমরা বোর্ডে যাচাই করার জন্য আবেদন করব।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, ‘গণিপুর দাখিল মাদ্রাসার ফলাফল নিয়ে আমরা উদ্বিগ্ন। কেন কেউ পাস করতে পারেনি, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়া অত্যন্ত গুরুতর বিষয়। আমরা মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করব। ফলাফলের পেছনে কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।’