ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৪:৫৩ পিএম
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের পর এ মন্ত্রণালয়ে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবর রহমানকে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এ বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান (পরিচিতি নম্বর-৫৬১৯) সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।